Logo

সারাদেশ

বিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত করল খাগড়াছড়ি বন বিভাগ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২১:৩০

বিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত করল খাগড়াছড়ি বন বিভাগ

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ি বন বিভাগ বিদ্যুতের খুঁটি থেকে উদ্ধার করা বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর প্রাকৃতিক বনে অবমুক্ত করেছে। 

গত বৃহস্পতিবার সদর উপজেলার গঞ্জপাড়ায় একটি বিদ্যুৎ লাইনের খুঁটি থেকে স্থানীয়রা বানরটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা বানরটিকে উদ্ধার করে সুস্থ করে তোলেন।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে আলুটিলার প্রাকৃতিক বনে বানরটিকে অবমুক্ত করা হয়।

এ সময় খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, ‘মানুষের যেমন বেঁচে থাকার অধিকার আছে, তেমনি প্রাণীদেরও আছে। তারা প্রকৃতির সৌন্দর্য। বন উজাড় ও শিকারের ফলে এসব প্রাণী বিলুপ্তির পথে। তাই তাদের রক্ষা করা জরুরি।’

তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ নিয়মিত টহল দল গঠন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। বন্যপ্রাণী শিকার ও পাচার আইনত দণ্ডনীয় অপরাধ, যা প্রতিরোধে তারা সক্রিয় ভূমিকা পালন করছে।

ছোটন বিশ্বাস/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর