Logo

সারাদেশ

ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২১:৩৩

ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হিজলা গ্রামে ডোবার পানিতে ডুবে সাফায়েত (৬) ও মীম আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) পাইকুরাটি ইউনিয়নের হিজলা গ্রামে এ ঘটনা ঘটে। সাফায়েত স্থানীয় শাহীন মিয়ার ছেলে এবং মীম জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে। মীম তার মামার বাড়িতে নানীর সঙ্গে বসবাস করত।

সকালবেলা খেলাধুলার সময় তারা পরিবারের সবার অগোচরে বাড়ির সামনের ডোবায় পড়ে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক জানান, কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর