Logo

সারাদেশ

লালমনিরহাটে অগ্নিকাণ্ডে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২১:৩৭

লালমনিরহাটে অগ্নিকাণ্ডে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজারে এসএস ইলেকট্রনিক অ্যান্ড ওয়ালটন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

রোববার (১৩ এপ্রিল) ভোর ৬টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দোকানে ওয়ালটনের ফ্রিজ, এসি, টিভি, রাইস কুকার, ফার্নিচার, গ্যাস সিলিন্ডার, আকাশ ডিস এবং স্মার্টফোনসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।

লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ওয়াদুদ হোসেন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর