-67fbdc4fcfd6d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুই ভাই হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ নরসিংদী ও র্যাব-১০ ফরিদপুর।
শনিবার (১২ এপ্রিল) রাতে রাজবাড়ী সদর থানার শানদিআরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ভাগদী কুড়াইতলীর বাদল (৪৫), তার ভাই সিফাত (২০) ও ওয়াহেদ আলী (৬০)।
৩১ মার্চ চোর সন্দেহে একজনকে মারধরের ঘটনায় প্রতিবাদ করলে রাকিব ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় আসামিরা। এতে রাকিব ও তার ভাই শাকিব নিহত হন।
ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাদের পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে।
সুমন রায়/এআরএস