বাউফলে হাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২১:৫৫
-67fbde72d02ad.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর বাউফল উপজেলার মমিনপুর বাজারে সাপ্তাহিক হাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। অভিযোগ উঠেছে নতুন ইজারাদার মো. রুবেল ও স্থানীয় প্রভাবশালী নুর মোহাম্মদ আকন ও তাদের অনুসারীদের বিরুদ্ধে। তবে হামলার শিকার ব্যক্তিদের বিরুদ্ধেই পাল্টা মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, নতুন ইজারাদার রুবেল ১৪ এপ্রিল থেকে দায়িত্ব নেওয়ার কথা থাকলেও ৯ এপ্রিল দুপুরে তিনি বাজার দখলের চেষ্টা করেন। এতে বর্তমান ইজারাদার কুদ্দুস বয়াতীর লোকজন বাধা দিলে প্রথমে উত্তেজনা ও পরে সংঘর্ষের সৃষ্টি হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সন্ধ্যায় রুবেল ও নুর মোহাম্মদের নেতৃত্বে একদল দেশীয় অস্ত্রধারী লোক অতর্কিতে হামলা চালায়। এতে গুরুতর আহত হন কুদ্দুস বয়াতী, তার ভাই রেজাউল ও মামুন এবং ভাতিজা ইমরান। তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০ এপ্রিল ইমরান থানায় হামলার মূল অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু পরদিনই নুর মোহাম্মদের স্ত্রী তহমিনা পাল্টা মামলা দায়ের করেন, যাতে আসামি করা হয় আহত কুদ্দুস বয়াতী ও তার স্বজনদের।
স্থানীয়দের অভিযোগ, মূল হামলাকারীদের আড়াল করতে ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা দিয়ে ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। এতে আতঙ্কে রয়েছেন আহত ব্যক্তির স্বজনরা।
বিষয়টি তদন্ত করছেন বাউফল থানার উপ-পুলিশ পরিদর্শক মশিউর রহমান। তিনি জানান, “তদন্ত চলছে, চূড়ান্ত প্রতিবেদনে প্রকৃত ঘটনা উঠে আসবে।” থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, কাউকে বিনা কারণে হয়রানি করা হবে না।
আরিফুল ইসলাম সাগর/এআরএস