Logo

সারাদেশ

আসামি ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১০:৪৮

আসামি ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিমুলকে সরকারি কাজে বাধা এবং থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার সালামপুর বাজারে অবস্থিত তার নিজস্ব ওষুধের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লালপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বলেন, পূর্বে একটি মামলার তদন্তে শিমুলের সম্পৃক্ততা পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া এবং সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগে করা হয়েছিল।

পুলিশ জানায়, শিমুল এক সময় আড়বাব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মামলার তদন্তে তার জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়।

মেহেদী হাসান তানিম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর