নরসিংদীতে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৪৪

নরসিংদীর পলাশের ঘোড়াশালে আহসান উল্লাহ (৫০) নামে এক কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৩ এপ্রিল) রাতে ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আহসান উপজেলার ঘোড়াশাল পৌরসভার কুমারটেক এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পলাশ বাগপাড়া এলাকার প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার্ডভ্যান চালক ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রোববার রাত সাড়ে দশটার দিকে আহসান উল্লাহ ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক এলাকায় নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসা ছিলেন। এ সময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে দু’জন অজ্ঞাত ব্যক্তি আহসান উল্লাহকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কী কারণে এই হত্যার ঘটনা, তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে হত্যার ঘটনা ঘটতে পারে। হত্যার রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সুমন রায়/এমজে