Logo

সারাদেশ

মক্তব থেকে বাড়িতে যাওয়ার পথে সড়কে ঝরল ইমামের প্রাণ

Icon

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৫৬

মক্তব থেকে বাড়িতে যাওয়ার পথে সড়কে ঝরল ইমামের প্রাণ

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল)  সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া পৌর শহরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী পৌরসভার জয়পাশা গ্রামের হাফিজ মো. আবুল কালাম আজাদ। তিনি উপজেলার ব্রাহ্মণবাজার বায়তুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদের সানি ইমামের দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন সকাল মক্তবে পড়ানো শেষে বাড়িতে যাওয়ার পথে ট্রাককে অতিক্রমকালে অপরদিক থেকে বেপরোয়া গতির আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি ট্রাকের নিচে ছিটকে পড়েন। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ইমাম। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই সাদেক মিয়া জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্থান্তর করা হয়েছে। দুর্টঘনাস্থল থেকে ১টি ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জিয়াউল হক/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর