স্ত্রীর মরদেহ পড়ে ছিল বিছানায়, সিলিংয়ে ঝুলছিলেন স্বামী

বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৪:৩৫

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠী গ্রামে নিজ বাড়ি থেকে রাহাত (২৮) ও লামিয়া (২১) নামের স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাহাত পেশায় একজন অটোচালক ছিলেন। তিনি স্বপ্নন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পর্যন্ত ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা সন্দেহ করেন। পরে জানালা দিয়ে উঁকি দিলে দেখা যায়, ঘরের মেঝেতে পড়ে আছে ওই দম্পতির নিথর দেহ। তৎক্ষণাৎ বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, দম্পতির মধ্যে সম্প্রতি পারিবারিক কলহ চলছিল বলে প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে। সেই কলহ থেকেই এমন ট্র্যাজেডি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।
জেআই জুয়েল/এমজে