Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় স্যানেটারি মিস্ত্রির মৃত্যু

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, চুয়াডাঙ্গা

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৪:৩৯

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় স্যানেটারি মিস্ত্রির মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

চুয়াডাঙ্গা পৌর শহরে ট্রাক্টরের ধাক্কায় আল ইমরান (৩৫) নামে এক স্যানেটারি মিস্ত্রি নিহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ছাগল ফার্মের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আল ইমরান আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের খন্দকার রফিক উদ্দীনের ছেলে। তিনি সাতগাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। স্যানেটারি মিস্ত্রির পাশাপাশি ফিটিংস মালামালের ব্যবসাও করতেন।

তার ভাতিজা তানজুম ইবনুল জানান, বিকেলে শেষবার কথা হয়েছিল, তখন তিনি পিটিআই মোড়ে ছিলেন। রাত ১০টার দিকে পুলিশের মাধ্যমে মৃত্যুর খবর পান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।’

সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ‘স্থানীয়দের ভাষ্য, মুন্সিগঞ্জগামী একটি ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক্টরটি সনাক্তে চেষ্টা চলছে।’ শেষ খবর পর্যন্ত নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা ছিল।

ফেরদৌস ওয়াহিদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর