আশুলিয়ায় অগ্নিকাণ্ডে শ্রমিক কলোনির ৩২ কক্ষ পুড়ে ছাই

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৪:৪৫

ছবি : বাংলাদেশের খবর
সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রবিন নামে এক ব্যক্তির মালিকানাধীন ওই কলোনিতে আগুন লাগে। এতে অন্তত ৩২টি কক্ষ ও একটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি টিনশেড ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড, কালিয়াকৈর ও জোন প্রধানের অধীনস্থ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে।
হাসান ভুঁইয়া/এআরএস