বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রায় বৈশাখী মেলার উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৫:০২
-67fccf11ca13a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। সোমবার (১৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্টেডিয়াম থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে শেষ হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড ও রঙিন সাজসজ্জায় শোভাযাত্রায় অংশ নেয়। উৎসবমুখর পরিবেশে দুই পাশে ভিড় করেন হাজারো দর্শনার্থী।
পরে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
কলেজছাত্রী তাসনিম বলেন, ‘প্রতিবছর এই আয়োজনের অপেক্ষায় থাকি। শোভাযাত্রা ছিল চোখধাঁধানো।’
দর্শনার্থী আব্দুল হান্নান বলেন, ‘এমন উৎসব আগে শুধু ঢাকায় দেখতাম। এখন বাগেরহাটেও হচ্ছে দেখে ভালো লাগছে।’
জেলা প্রশাসক বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করাতে এবারের মেলাকে আরও বিস্তৃত ও বৈচিত্র্যময় করা হয়েছে।’
শেখ আবু তালেব/এআরএস