Logo

সারাদেশ

গোপন আস্তানায় অনলাইন ক্যাসিনো, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৫:১২

গোপন আস্তানায় অনলাইন ক্যাসিনো, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে অনলাইন ভিত্তিক ক্যাসিনোতে অভিযান চালিয়ে কথিত ‘গডফাদার’ মোশাররফ হোসেনসহ সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে জয়দেবপুর থানা পুলিশের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে হামলার শিকার হন পুলিশ সদস্যরা।

অভিযানকালে মোশাররফ হোসেনের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ছয় পুলিশ সদস্য ও একজন চালককে আহত করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন জয়দেবপুর থানার এসআই তাজুল ইসলাম, এএসআই এমরান উদ্দিন, রাকিবুল ইসলাম, আশরাফুল ইসলাম, রিয়াদ হোসেন, ফিরুজ হোসেন এবং পুলিশ চালক আবুল কালাম।

গ্রেপ্তারকৃতরা হলেন—শ্রীপুরের বেতঝুড়ি গ্রামের মোশাররফ হোসেন (৩১), সেলিম মিয়া (৩২), আবু বকর সিদ্দিক (১৯), আব্দুর রুহুল (৫২), সোহেল রানা (২৮), দিনাজপুরের নাজমুল হোসেন (২৭) ও ময়মনসিংহের রুবেল মিয়া (৩৪)। মোশাররফকে চক্রটির মূলহোতা হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পোড়ান বাজার এলাকায় অভিযান চালানো হয়। সাদা পোশাকে পুলিশ সদস্যরা জুয়ার আসর থেকে জুয়াড়িদের হাতেনাতে আটক করেন। এ সময় অভিযুক্তরা পুলিশের ওপর হামলা চালায় এবং আলামত নষ্টের চেষ্টা করে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, জয়দেবপুর ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এআরএস


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর