আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় তাঁতীলীগ নেতা গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৫:২০
-67fcd35d6dffb.jpg)
ছবি : বাংলাদেশের খবর
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় তাঁতীলীগ নেতা আনোয়ার আলী (৫২) গ্রেপ্তার হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) ভোরে টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আনোয়ার আলী আশুলিয়ার গাজীরচট বুড়ির বাজার এলাকার বাসিন্দা এবং তাঁতীলীগ আশুলিয়া থানা শাখার উপ-দপ্তর সম্পাদক। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
হাসান ভুঁইয়া/এআরএস