Logo

সারাদেশ

বৈশাখের প্রথম দিনে বরিশালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, জনজীবনে স্বস্তি

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৫:২৮

বৈশাখের প্রথম দিনে বরিশালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, জনজীবনে স্বস্তি

ছবি : বাংলাদেশের খবর

বৈশাখের প্রথম দিনে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে স্বস্তি ফিরেছে বরিশালের জনজীবনে। দীর্ঘ খরতাপ ও ধুলাবালির পর সোমবার (১৪ এপ্রিল) দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়।​

বরিশাল আবহাওয়া অফিস জানায়, দুপুর ২টার দিকে নগরীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টির ফলে তাপমাত্রা কমে আসে এবং বাতাসে আর্দ্রতা বেড়ে আবহাওয়া মনোরম হয়ে ওঠে।​

বরিশাল আবহাওয়াবিদ মো. জাহিদ হাসান বলেন, ‘বৈশাখের শুরুতেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি বরিশালের জন্য ইতিবাচক একটি ইঙ্গিত। মৌসুমি বায়ুর প্রভাবে এমন বৃষ্টি হচ্ছে এবং আগামী এক-দুই দিন মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

বৃষ্টিতে নববর্ষ উদযাপনে বড় কোনো বাধা না এলেও, সামাজিক মাধ্যমে অনেকেই এই বৃষ্টিকে ‘প্রকৃতির নববর্ষের উপহার’ হিসেবে উল্লেখ করেছেন। বৈশাখের দাবদাহের শুরুতেই এ বৃষ্টিপাত বরিশালের কৃষকসহ সর্বসাধারণের জন্য আশীর্বাদ হিসেবে বিবেচিত হচ্ছে।

জেআই জুয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর