Logo

সারাদেশ

ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা

Icon

নরসিংদী (পলাশ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৭:২৭

ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা

ছবি : সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামে আহসান উল্লাহ (৫০) নামে এক কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আহসান উল্লাহ কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পলাশ বাগপাড়া এলাকায় প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাভার্ডভ্যান চালক হিসেবে কর্মরত ছিলেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন আহসান উল্লাহ। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশ থানার ওসি মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর