Logo

সারাদেশ

তেঁতুলিয়ায় নববর্ষে ইসরায়েলের বিরুদ্ধে ফারিয়ার বিক্ষোভ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৭:৩১

তেঁতুলিয়ায় নববর্ষে ইসরায়েলের বিরুদ্ধে ফারিয়ার বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

বাংলা নববর্ষের দিনে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিক্ষোভ করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

সমাবেশে ফারিয়ার তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি মামুন মানিক, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, আসাদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বক্তব্য দেন।

বক্তারা বলেন, গাজায় ইসরায়েলের বর্বর হামলায় হাজার হাজার নিরীহ মুসলমান নিহত হচ্ছেন। এ গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজকের কর্মসূচি।

তারা আরও বলেন, বিশ্বের ২০০ কোটি মুসলমান জেগে উঠলে ইহুদিদের পালানোর জায়গা থাকবে না। এই বর্বরতা অবিলম্বে বন্ধ করতে হবে।

বক্তারা নববর্ষের দিন থেকেই ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং ব্যবসায়ীদের ইসরায়েলি পণ্য বিক্রি না করার অনুরোধ করেন।

এসকে দোয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর