-67fcf5b43c83f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বর্ণিল আয়োজনে ময়মনসিংহে পালিত হয়েছে পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকালে ময়মনসিংহ মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের উৎসব শুরু হয়।
শোভাযাত্রায় অংশ নেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, জেলা প্রশাসক মো. মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। শোভাযাত্রাটি নতুন বাজার ও টাউন হল মোড় হয়ে শিল্পাচার্য জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।
এরপর সেখানে জাতীয় সংগীত, 'এসো হে বৈশাখ'সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। পাশাপাশি ময়মনসিংহ প্রেসক্লাবও শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
নববর্ষ উপলক্ষে জয়নুল উদ্যানে বসে ঐতিহ্যবাহী মেলা। বিকেলে সার্কিট হাউজ মাঠে ঘুড়ি উড়ানো, লাঠিখেলা, রশি টানাটানি ও হা-ডু-ডু প্রতিযোগিতার আয়োজন করে বিভিন্ন সংগঠন। দিনভর নগরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
নাজমুস সাকিব/এআরএস