লালমোহনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৭:৫৫
-67fcf7c65e99e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ভোলার লালমোহনে পুকুরে ডুবে জোনায়েদ (৬) ও শহিদুল (৮) নামে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার ফুলবাগিছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা ফুলবাগিছা গ্রামের রাকিবের ছেলে জোনায়েদ ও আনিচল হক মিয়ার ছেলে শহিদুল। তারা স্থানীয় একটি বেসরকারি একাডেমির দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্র জানায়, দুপুরে তারা নানা বাড়িতে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। স্থানীয়রা তাদের ভাসতে দেখে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জাকিয়া সুলতানা জানান, শিশুদের পেটে প্রচুর পানি ছিল, যা থেকে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, পরিবার কোনো অভিযোগ না করায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এস মেজবাহ/এআরএস