Logo

সারাদেশ

কক্সবাজারে রাজনৈতিক বিরোধে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৮:০৫

কক্সবাজারে রাজনৈতিক বিরোধে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

নিহত বিএনপি নেতা রশিদ আহমেদ (বামে) ও ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অমিত ইকবাল (ডানে)

কক্সবাজারের মহেশখালীতে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে রশিদ আহমেদ (৫৭) নামে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রশিদ আহমেদ স্থানীয় ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন। তিনি উত্তর নলবিলার মৃত লাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক পুকুরপাড়ে রাজনীতি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) সিনিয়র যুগ্ম আহ্বায়ক অমিত ইকবাল ও তার ভাই কামরুল রশিদকে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রশিদ আহমেদের মৃত্যুর পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অমিতের বাড়ি ঘেরাও করে এবং তার ভাই কামরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইছার হামিদ জানান, ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর