Logo

সারাদেশ

নাটোরে মালখানা চুরির ঘটনায় আরও টাকা-স্বর্ণালংকার উদ্ধার

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৮:০৮

নাটোরে মালখানা চুরির ঘটনায় আরও টাকা-স্বর্ণালংকার উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

নাটোর আদালতের মালখানা থেকে চুরি হওয়া প্রায় ৬১ লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার ও ২৬ কেজি রুপা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে মালখানা পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান মিয়া।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে মালখানার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। পরদিন দুপুরে বিষয়টি কোর্ট পুলিশের নজরে আসে। এরপর সদর থানা পুলিশ ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে নাটোর সার্কিট হাউজ এলাকার ড্রেন থেকে ২৪ লাখ ৬৫ হাজার টাকা, ১০ ভরি সোনা ও ১৯ কেজি রুপা উদ্ধার করা হয়। পরদিন শনিবার রাজশাহীর নওহাটায় পুলিশ কনস্টেবল আল আমিনের বাসায় অভিযান চালিয়ে বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ডিআইজি শাহজাহান মিয়া জানান, আরও কিছু মালামাল চুরি হয়েছে কিনা তা যাচাই চলছে।

মেহেদী হাসান তানিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর