কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৮:২১
-67fcfdde228f4.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন স্টেডিয়াম থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে শেষ হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। লাঠিখেলা, গরুর গাড়িতে নববধূ যাত্রা, ধানকাটা কৃষকের প্রতিকৃতি ছিল দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বিএনপির জেলা সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী ও যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফসহ বিভিন্ন বিশিষ্টজন।
এর আগে জেলা প্রশাসক বৈশাখী মেলার উদ্বোধন করেন, যেখানে ৫০টি স্টল অংশ নেয়।
আব্দুর রউফ ভূঁইয়া/এআরএস