Logo

সারাদেশ

টানা ২ দিন সংঘর্ষের পর রাজৈরে ১৪৪ ধারা জারি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৯:২৪

টানা ২ দিন সংঘর্ষের পর রাজৈরে ১৪৪ ধারা জারি

মাদারীপুরের রাজৈরে গ্রামবাসীদের মধ্যে টানা সংঘর্ষের জের ধরে উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

এর আগে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে গত শনিবার থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত রাজৈর উপজেলার ব্যাপারীপাড়া মোড়ে বদরপাশা ও পশ্চিম রাজৈর গ্রামের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটে।

এই সংঘর্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন।

এ ঘটনার জেরে আজ সোমবার ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ আজ দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত কার্যকর থাকবে।

তিনি জানিয়েছেন, ১৪৪ ধারা জারির পর সোমবার বিকেল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে শনিবার রাতে মাদারীপুরের পশ্চিম রাজৈর ও বদরপাশা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর