বরিশালে বৈশাখ উদযাপনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ২০:২৫
-67fd1ad51ef81.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে পহেলা বৈশাখে বরিশালের বিনোদন কেন্দ্রগুলোতে নেমেছিল উৎসবের ঢল। ছুটির দিনে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে এসব স্থানে ভিড় করেন হাজারো মানুষ।
ত্রিশ গোডাউন, এড্যামস পার্ক, বেলস পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক এবং রূপাতলী আবদুর রব সেতু এলাকাগুলো সকাল থেকেই উৎসবপ্রেমী মানুষের পদচারণায় মুখর ছিল। বিকেলের দিকে ভিড় আরও বেড়ে যায়। বিশেষ করে শিশু-কিশোরদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ত্রিশ গোডাউনে ঘুরতে আসা স্কুলছাত্রী তানিশা জানায়, ‘আমরা প্রতিবছর বৈশাখে ঘুরতে বের হই। এবার বন্ধুদের সঙ্গে এসেছি, পান্তা-ইলিশ খেয়েছি, চুড়ি-ফিতাও কিনেছি।’
রূপাতলীর বাসিন্দা ও সরকারি কর্মচারি মো. জসিম উদ্দিন বলেন, ‘সারা বছর ব্যস্ততার মধ্যে থাকি। আজ পরিবারকে সময় দিতে পেরে ভালো লাগছে। বাচ্চারাও খুব আনন্দ করেছে। নিরাপত্তাব্যবস্থাও ছিল সন্তোষজনক।’
উৎসব নির্বিঘ্ন রাখতে নগরীর প্রধান বিনোদন কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ছিল র্যাব ও স্বেচ্ছাসেবকদের টহলও। পর্যাপ্ত নজরদারির ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
বছরের পর বরিশালে এমন প্রাণবন্ত নববর্ষ উদযাপন দেখা গেল। সাধারণ মানুষের প্রত্যাশা, প্রতিবছরই যেন একইভাবে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ পালিত হয়।
জেআই জুয়েল/এআরএস