Logo

সারাদেশ

জ্ঞানে ও আমলে শ্রেষ্ঠত্ব অর্জনের আহ্বান সুনামগঞ্জ জেলা আমিরের

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ২০:২৯

জ্ঞানে ও আমলে শ্রেষ্ঠত্ব অর্জনের আহ্বান সুনামগঞ্জ জেলা আমিরের

ছবি : বাংলাদেশের খবর

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সুনামগঞ্জ জেলা আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খাঁন বলেছেন, জামায়াতের দায়িত্বশীলদের জ্ঞান ও আমলে শ্রেষ্ঠত্ব অর্জন করে সমাজে আদর্শ মডেল হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে।

সোমবার (১৪ এপ্রিল) সুনামগঞ্জ ইসলামিক সেন্টার মিলনায়তনে উপজেলা ও পৌর কর্মপরিষদ সদস্যদের দিনব্যাপী কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দায়িত্বশীলদের পরিবারে যত্নবান হতে হবে, সন্তানদের জ্ঞানচর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে এবং ইসলামি আদর্শে গড়ে তুলতে হবে। পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে তাদের সুখ-দুঃখে পাশে থাকতে হবে। সততা ও দক্ষতার মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।

কর্মশালায় সূচনা বক্তব্য দেন জেলা আমীর উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খাঁন। দারসুল কুরআন পেশ করেন জেলা শিক্ষা ও তারবিয়াত সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো. আবুল কালাম আজাদ।

জেলা সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহর পরিচালনায় কর্মশালায় ১০টি গ্রুপে আলোচনা হয়। গ্রুপ পরিচালনায় ছিলেন জেলা নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল কবির, এডভোকেট মো. নূরুল আলম, মাওলানা আবু রাফি, মো. নূরুল ইসলাম, এডভোকেট রেজাউল করিম তালুকদার প্রমুখ।

মো. আব্দুল হালিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর