Logo

সারাদেশ

আখাউড়ায় নারীর চুল কেটে শিশুকে মারধর, যুবক গ্রেপ্তার

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ২০:৩৬

আখাউড়ায় নারীর চুল কেটে শিশুকে মারধর, যুবক গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরির সন্দেহে এক শিশুকে মারধর ও দুই নারীর চুল কেটে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম সুমন দাস ওরফে সুমন শীল।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, এক নারী ও শিশুসহ তিনজন দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটি একটি যন্ত্রাংশ হাতে নেয়। এতে ব্যবসায়ী সুমন দাস চুরির অভিযোগে শিশুটিকে মারধর করেন। পরে বোরখা পরিহিত দুই নারীর মাথার কাপড় টেনে খুলে কাঁচি দিয়ে তাদের চুল কেটে দেন। তাদের ওপর চালানো হয় নির্মম মারধরও।

এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, এক নারীকে অপমানজনকভাবে চুল কাটা হচ্ছে এবং অন্যদের জোর করে আটকে রাখা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আরও একজনের নাম মো. রাব্বি, যিনি মা টেলিকমের মালিক।

সোমবার (১৪ এপ্রিল) সকালে আখাউড়া থানার সামনে স্থানীয়রা জড়ো হয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, ভিডিও ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণ যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীর কেউই ছাড় পাবে না।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের দাবি, দোষীদের কঠোর শাস্তি দিয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

লিটন হোসাইন জিহাদ/এঅরাএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর