৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ২০:৪০
-67fd1e6c36bf5.jpg)
ছবি : সংগৃহীত
চাঁদপুরের শাহরাস্তিতে গ্রাহকের ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংক পিএলসি’র সূচিপাড়া শাখার সিনিয়র অফিসার মো. জাবেদ হোসেনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে শাখা ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষ শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে।
ব্যাংক ম্যানেজারের অভিযোগে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিলের মধ্যে জাবেদ হোসেন তিনজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে মোট ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাৎ করেন। তিনি টাকাগুলো লক্ষ্মীপুর, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে স্থানান্তর করেন।
সোমবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, অভিযুক্ত কর্মকর্তাকে আদালতে পাঠানো হয়েছে এবং আত্মসাতের প্রমাণাদি দুদকে পাঠানো হয়েছে। এ বিষয়ে দুদকে মামলা দেওয়া হবে।
আলআমিন ভূঁইয়া/এআরএস