‘বাংলা সংস্কৃতির মধ্য দিয়ে মানচিত্রকে ধারণ করতে চাই’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ২০:৪৬
-67fd1fdf1a99c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশের মানচিত্রে নতুন এক অধ্যায় শুরুর আহ্বান জানিয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ‘পহেলা বৈশাখ থেকে আমাদের ঐক্যবদ্ধ নতুন যাত্রা শুরু হোক। মির্জাপুরের মাটি আমাদের সবার, এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ চাই না।’
সোমবার (১৪ এপ্রিল) মির্জাপুর উপজেলা প্রশাসনের আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজাদ সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশের মানচিত্র আমাদের সংগ্রামের ফসল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ মানচিত্র উপহার দিয়েছেন। এ মানচিত্র ও স্বাধীনতা রক্ষায় আমাদের সংস্কৃতিকে ধারণ করতে হবে। বাংলাকে ভালোবেসে দেশকে মাতৃস্বরূপ দেখতে হবে।’
এদিন মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে পহেলা বৈশাখ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মির্জাপুর এস.কে. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবদুর রউফ, জেলা সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা সাংগঠনিক সম্পাদক ডি.এম শফিকুল ইসলাম ফরিদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন প্রমুখ।
এআরএস