Logo

সারাদেশ

বান্দরবানে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠানে পূর্ণার্থীদের ঢল

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ২০:৫৩

বান্দরবানে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠানে পূর্ণার্থীদের ঢল

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানে সাংগ্রাই উপলক্ষ্যে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠানে হাজারো পূর্ণার্থী অংশগ্রহণ করেছে। মারমা সম্প্রদায় ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুরনো বছরের সব দুঃখ-বেদনা মুছে নতুন বছরকে স্বাগত জানাতে এ ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে বান্দরবান জেলা শহরের রাজগুরু বৌদ্ধ বিহার থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাঙ্গু নদীর খেয়াঘাটে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বৌদ্ধ ধর্মালম্বীরা ঐতিহ্যবাহী পোশাক পরে খালি পায়ে সড়ক প্রদক্ষিণ করেন এবং পবিত্র চন্দনের জল নিয়ে বুদ্ধ মূর্তিকে স্নান করাতে সাঙ্গু নদীর ঘাটে পৌঁছান।

সাঙ্গু নদীর তীরে ধর্মীয় দেশনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উজানী পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ড. সুবন্নলংকারা মহাথের ধর্মীয় বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয় এবং পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন দিনের সুখ-শান্তির আহ্বান করা হয়।

এদিকে, বর্ণিল এই অনুষ্ঠান দেখতে সাঙ্গু নদীর তীরে বিপুল সংখ্যক স্থানীয়, দেশি ও বিদেশি পর্যটক জমায়েত হয়।

সোহেল কান্তি নাথ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর