গাজীপুরে ১২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ২১:৪৬
আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ২৩:৫৪
-67fd2dcce50fb.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মোক্তারপুর চেয়ারম্যান মার্কেট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১২ হাজার পিস ইয়াবাসহ দুই আন্তঃজেলা মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিনে, সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে রায়হান মিয়ার কাছ থেকে ৮ হাজার পিস ও হানিফ মিয়ার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার রায়হান মিয়া (২৪) এবং হানিফ মিয়া (৫৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাজীপুরসহ বিভিন্ন স্থানে ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কালীগঞ্জ থানায় মামলা করেছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে, জানান উপ-পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন।
আব্দুল মান্নান/এআরএস