Logo

সারাদেশ

সাদুল্লাপুরে বর্ষবরণ অনুষ্ঠানে হট্টগোল, জাতীয় সংগীত নিয়ে বিতর্ক

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ২১:৫৪

সাদুল্লাপুরে বর্ষবরণ অনুষ্ঠানে হট্টগোল, জাতীয় সংগীত নিয়ে বিতর্ক

ছবি : বাংলাদেশের খবর

গাইবান্ধার সাদুল্লাপুরে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন নিয়ে হট্টগোল ও বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

অনুষ্ঠান শুরুতেই উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এককভাবে জাতীয় সংগীত গাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রাজনৈতিক নেতারা।

এসময় সাবেক ভিপি ও বিএনপি নেতা আ স ম সাজ্জাদ হোসেন পল্টন অনুষ্ঠান বয়কটের আহ্বান জানান এবং প্রশাসনের কর্মকর্তাদের ‘ফ্যাসিস্টের দোসর’ বলে আখ্যায়িত করেন।

সোমবার (১৪ এপ্রিল) সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমালোচকদের অভিযোগ, বাজেট সংকটের অজুহাতে আলোচনা সভা কিংবা বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দেওয়া হলেও, বরাদ্দের অর্থ দিয়ে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের জন্য বৈশাখী পোশাক ক্রয় করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা আগাম কোনো ঘোষণা ছাড়াই জাতীয় সংগীত শুরু করলে মাঠের অন্য অংশে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা অংশ নিতে পারেননি। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সঞ্চালকের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে প্রতিবাদ জানান সাজ্জাদ হোসেন পল্টন।

পরে ঘটনাস্থলে দ্বিতীয়বার জাতীয় সংগীত পরিবেশন করা হয় যাতে সবাই অংশ নিতে পারেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. অনিক ইসলাম জানান, জাতীয় সংগীত পরিবেশন নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়। বর্ষবরণ অনুষ্ঠানের বাজেট সীমিত ছিল এবং বরাদ্দকৃত অর্থ অনুষ্ঠান আয়োজনেই ব্যয় হয়েছে বলে দাবি করেন তিনি।

আতিকুর রহমান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর