Logo

সারাদেশ

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, কারাগারে যুবক

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৩১

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, কারাগারে যুবক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণের অভিযোগে খাদেমুল ইসলাম (২৬) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে তাকে আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে, রোববার রাতে নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, খাদেমুল ইসলাম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত চার বছর ধরে ওই নারীর স্বামীর বাড়িতে যাতায়াত করতেন খাদেমুল। দুই বছর আগে ওই নারী স্বামীকে তালাক দেন। এরপর খাদেমুল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন।

ভুক্তভোগীর দাবি, বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়।

সবশেষ, গত ১১ এপ্রিল খাদেমুল বিয়ের কথা বলে ওই নারীকে তেঁতুলিয়া বাজারের দোয়েল আবাসিক হোটেলের তৃতীয় তলায় নিয়ে যান। সেখানে বিয়ের আশ্বাস দিয়ে আবারও তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন।

পরে বিয়ে না করে ওই নারীকে মোটরসাইকেলে করে পঞ্চগড়ের বোর্ড বাজার এলাকায় ফেলে রেখে কৌশলে পালিয়ে যান খাদেমুল।

এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগী নারী তেঁতুলিয়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরপর রাতেই খাদেমুলকে গ্রেপ্তার করে পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ‘ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

এসকেডি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর