Logo

সারাদেশ

সিলেটে ট্রাকচাপায় ২ জন নিহত

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪৩

সিলেটে ট্রাকচাপায় ২ জন নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় অপর একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) উপজেলার মোগলাবাজার থানার পারাইরচক এলাকাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কমলাবাড়ি গ্রামের শাহীন মিয়া শামীম (৫০) ও তার সহযোগী কামাল মিয়া (৪৫)।

পুলিশ জানায়, চলন্ত অবস্থায় পারাইরচকে শামীমের ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। পরে ট্রাকটি সড়কের একপাশে দাঁড় করিয়ে চাকা পাল্টাচ্ছিলেন শাহীন ও কামাল। এসময় ফেঞ্চুগঞ্জের দিকে যেতে থাকা পাথর বোঝাই বেপরোয়া গতির একটি ট্রাক তারা দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ময়না তদন্তের জন মরদেহ দুটি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

রেজাউল হক ডালিম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর