Logo

সারাদেশ

ভিয়েনা রাজ্য নির্বাচনে পুনরায় মনোনয়ন পেলেন লালমোহনের নয়ন

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১২:০৭

ভিয়েনা রাজ্য নির্বাচনে পুনরায় মনোনয়ন পেলেন লালমোহনের নয়ন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার রাজ্য নির্বাচনে ২৩ নম্বর ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP)-এর প্রার্থী হিসেবে পুনরায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন।

আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে ভিয়েনা সিটি করপোরেশন ও ডিসট্রিক্ট কাউন্সিল নির্বাচন। এই নির্বাচনে আবারও জেলা প্রতিনিধি হিসেবে লড়ছেন নয়ন।

২০২০ সালের ডিসট্রিক্ট কাউন্সিল নির্বাচনে অংশ নিয়ে নয়ন ২৩ নম্বর ডিস্ট্রিক্টের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। সেই নির্বাচনের মধ্য দিয়ে তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে অস্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে ইতিহাস গড়েন।

নয়ন ভোলা জেলার লালমোহন উপজেলার সন্তান। তার বাবা মাহবুবুর রহমান দীর্ঘ চার দশক ধরে অস্ট্রিয়ায় বসবাস করছেন। তিনি ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ এবং ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়ন। ২০১২-১৩ শিক্ষাবর্ষে তিনি হায়ার টেকনিক্যাল কলেজে পড়াশোনা করার সময় সমগ্র অস্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন। সেখানে তিনি ১১ লাখ শিক্ষার্থীর নেতৃত্ব দেন।

এদিদেক নয়নের মনোনয়ন পাওয়ার খবরে অস্ট্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। বিশেষ করে ভিয়েনায় বসবাসরত বাংলাদেশি অস্ট্রিয়ান নাগরিকরা তাকে ভোট দিতে পারবেন। অস্ট্রিয়ার নির্বাচনী নিয়ম অনুযায়ী, প্রথমে ভোট দিতে হয় দলের পক্ষে, এরপর প্রার্থী পছন্দ করে নাম লিখতে হয়।

এক সাক্ষাৎকারে নয়ন বলেন, আমি দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশি ভাইবোনদের ভালোবাসা, দোয়া ও ভোট প্রত্যাশা করি। আপনাদের সমর্থনেই আমি এগিয়ে যেতে চাই।

মেজবাহ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর