Logo

সারাদেশ

ক্ষেতের জমিতে মিলল নারীর মরদেহ

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১২:২৩

ক্ষেতের জমিতে মিলল নারীর মরদেহ

চট্টগ্রামের পটিয়ায় ক্ষেতের জমি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার বড়লিয়া ইউনিয়নের আশ্চর্যপাড়া এলাকার একটি ক্ষেতের জমি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে তারা দ্রুত থানায় খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার শরীরে বেশ কয়েকটি রহস্যজনক চিহ্ন পাওয়া গেছে। পরনে ছিল থ্রি-পিস ও বেগুনি রঙের প্যান্ট, যার উপরের অংশ ছেঁড়া। এলাকাবাসীর ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

পটিয়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আসাদ বলেন, মরদেহটি উদ্ধারের পর আমরা সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয়। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর