সিরাজগঞ্জে ব্যাটারি কারখানায় ডাকাতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জ (তাড়াশ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১২:২৬
-67fdfbfbdcb08.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সিরাজগঞ্জের তাড়াশে একটি ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্র, মোবাইল ফোন ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতজুরী গ্রামের ওয়াসিম পলান (২৩), বারুতুপা গ্রামের জাহিদুল ইসলাম (২৫), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাচানদিঘী গ্রামের ইয়াকুব শাহ (২৩), বড় পাওতা গ্রামের শামীম হোসেন (৩৪) এবং পলাশী গ্রামের লাবু প্রামাণিক (৪০)।
পুলিশ জানায়, সিরাজগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি চাইনিজ কুড়াল, দুটি মোবাইল ফোন ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
ওসি বলেন, সোমবার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাত ১১টার দিকে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের হেদার খাল এলাকার ‘ভাই ভাই ব্যাটারি’ কারখানায় হামলা চালায় ২৫ থেকে ৩০ জনের একটি ডাকাত দল। তারা দেশীয় অস্ত্র-হাসুয়া, রামদা, ছোরা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে কারখানার ভেতরে ঢুকে শ্রমিকদের হাত-পা বেঁধে জিম্মি করে ফেলে। এ সময় তারা ম্যানেজারকে মারধর করে রক্তাক্ত জখম করে এবং তার কাছ থেকে ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে ডাকাতেরা একটি বড় কাভার্ডভ্যান এনে কারখানায় ঢুকিয়ে পুরোনো ব্যাটারির ১০ টন প্লেট, ৩ টন সীসা, ১২০০ কেজি ব্যাটারির কানেক্টরসহ আনুমানিক ৩৮ লাখ ৮০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সঙ্গে নেওয়া হয় নগদ ৭০ হাজার টাকাও। মোট ক্ষতির পরিমাণ প্রায় ৩৯ লাখ ৫০ হাজার টাকা।
ফিরোজ আল আমিন/এমআই