Logo

সারাদেশ

চাঁদপুরে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৫:১৫

চাঁদপুরে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের শাহরাস্তির সূচিপাড়া জনতা ব্যাংক পিএলসি’র কর্মকর্তা রাকিব হাসান (২৮) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সূচিপাড়া বাজারে আপন প্লাজা (আব্দুর জব্বারের বিল্ডিং) ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর কক্ষ থেকে উদ্ধার করে শাহরাস্তি থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার।

 নিহত রাকিব হাসান শরীয়তপুর জেলার জাজিরা থানার পাঁচুখারকান্দি এলাকার সিরাজ সরদারের ছেলে। তিনি জনতা ব্যাংক পিএলসি শাহরাস্তি সূচিপাড়া বাজার শাখার সিনিয়র অফিসার এবং আপন প্লাজা (আব্দুর জব্বারের বিল্ডিং) ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর কক্ষে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, রাকিব সোমবার দিবাগত রাত সাড়ে ১১টা পর্যন্ত তার সাথে স্বাভাবিক কথাবার্তা শেষে স্ব-স্ব রুমে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সকাল ৮টার দিকে তার কক্ষের দরজা না খোলায় সন্দেহ হলে স্থানীয় লোকজনের সহায়তা শাহরাস্তি থানায় সংবাদ দেন।  

এদিকে এই সংবাদ পেয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপপরিদর্শক (এসআই) আইয়ুব খান এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ওই কক্ষের দরজা ভেঙে ফ্যানের সিলিং রডের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘মরদেহটি ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

আলআমিন ভূঁইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর