Logo

সারাদেশ

গাজীপুরে রিসোর্টের লেকে ডুবে শিক্ষার্থী নিখোঁজ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৭:৩২

গাজীপুরে রিসোর্টের লেকে ডুবে শিক্ষার্থী নিখোঁজ

গাজীপুরের শ্রীপুরে প্রহলাদপুর ইউনিয়নের গজারতলী গ্রামে ‘ফ্যামিলি মার্ট’ নামের একটি রিসোর্টের লেকে ডুবে আরিয়ান স্বপ্নীল (১৪) নামের এক নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। 

নিখোঁজ শিক্ষার্থী গাজীপুর সদর উপজেলার হারিনাল নোয়াগাঁও গ্রামের রাসেল মিয়ার ছেলে এবং স্থানীয় ইয়ার মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্র।

জানা গেছে, সোমবার (১৪ এপ্রিল) দুপুরে বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে রিসোর্টের লেকে গোসল করতে নেমে নিখোঁজ হয় স্বপ্নীল। ঘটনার পরপরই স্থানীয়রা এবং পরিবার সদস্যরা উদ্ধারচেষ্টা শুরু করে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালায়। তবে সেদিন স্বপ্নীলকে উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে দ্বিতীয় দফায় অভিযান শুরু করে ডুবুরি দল।

নিখোঁজ স্বপ্নীলের বাবা রাসেল মিয়া কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি শুধু ছেলের ডাকটা শুনছি। চেয়ে দেখি আমার স্বপ্নীল রিসোর্টের লেকের পানিতে ডুবে যাচ্ছে। দূর থেকে দেখলাম শুধু দুইটা হাত পানির উপর ভাসছে। নৌকা নিয়ে তাড়াতাড়ি গিয়ে তারে আর বাঁচাইতে পারলাম না।’

তিনি আরও বলেন, ‘৪৫ মিনিট ধরে তিনি দুই ছেলেকে নিয়ে টিউবে করে লেকে সাঁতার কাটছিলেন। একপর্যায়ে মেজো ছেলেকে নিয়ে লেকের পাড়ে গিয়েছিলেন, স্বপ্নীলকে উঠতে বলেও যান। কিন্তু স্বপ্নীল ফুটবল নিয়ে লেকের কিনারা ধরে তার পেছনে পেছনে আসে। একপর্যায়ে হাত থেকে বল পানিতে পড়ে গেলে সাঁতার না জানায় সে ডুবে যায়।’

মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রিসোর্টটির বিশাল লেকে ডুবুরি দল ও স্থানীয়রা জাল ফেলে অনুসন্ধান চালাচ্ছেন। তবে এখনো স্বপ্নীলের কোনো সন্ধান মেলেনি। লেকের পাড়ে ছেলের খোঁজে ভেঙে পড়েছেন বাবা রাসেল মিয়া। আশপাশে শত শত মানুষ দাঁড়িয়ে আছেন উদ্বেগ নিয়ে।

গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দলনেতা ইদ্রিস আলী জানান, সোমবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান না পেয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে আবার তারা অনুসন্ধান চালাচ্ছেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত মঙ্গলবার বিকেল ৪ টা পর্যন্ত তার সন্ধান মিলেনি।

রিসোর্টটির প্রতিষ্ঠাতা খোকন বলেন, ‘আমাদের কোনো অবহেলা ছিল না। পার্কটি এখনও নির্মাণাধীন। তাই লেকে তেমন কোনো তদারকির ব্যবস্থা নেই। লোকজন ইচ্ছেমতো নেমে সাঁতার কাটে।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘লেকের পানিতে ডুবে নিখোঁজ শিক্ষার্থীর খোঁজে অভিযান চলছে।’

আতাউর রহমান সোহেল/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর