পরিত্যক্ত টয়লেটে মিলল নিখোঁজ ছাত্রের মরদেহ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৭:৫৩
-67fe48b7c2e22.jpg)
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের পরিত্যক্ত টয়লেট থেকে নিখোঁজের ৪ দিন পর সাব্বির হোসেন নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাব্বির গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্র।
জানা গেছে, মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘তাকে হয়ত হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে। মামলা হলে তদন্ত শুরু করা হবে।’
আতিকুর রহামান/এমআই