পহেলা বৈশাখে প্রবীণরা মেতেছেন হাডুডু খেলায়

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৯:৪০
-67fe61cea83fb.jpg)
মানিকগঞ্জে ষাটোর্ধ্ব প্রবীণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল হাডুডু খেলার প্রতিযোগিতা। পহেলা বৈশাখ উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের বটতলা গ্রামের বটতলা ঐক্য যুব পরিষদের আয়োজনে এই প্রতিযোগিতা হয়।
হাডুডু খেলা দেখতে ভিড় করে শত শত মানুষ, ব্যতিক্রমী এই হাডুডু খেলা দেখে তাদের অনুভূতি অন্যরকম। সোমবার (১৪ এপ্রিল) বিকালে প্রতিযোগিতা উপলক্ষে সেখানে বসেছিল গ্রামীণ মেলা। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাদা ও হলুদ দল ।
প্রতিযোগিতা হয় এই দুই দলের মধ্যে, তবে সাদা দল ৩ গেইম নিয়ে বিজয়ী হয়।
৬০ বছরের অধিক বয়সী খেলোয়াড়রা বলছেন দীর্ঘ ৪০ বছর পর এমন খেলার খেলে ছোটবেলা স্মৃতি মনে পড়ে যাচ্ছে, এমন আয়োজন আমাদের প্রাণ ফিরিয়েছে প্রত্যেক বছর এই আয়োজন করা হোক ।এমন আয়োজন যেন প্রত্যেক বছর করা হয় এমনটাই দাবি স্থানীয় এলাকার জানগনের।
খেলোয়াড় শামসুউদ্দিন ইসলাম (৬৫) বলেন, ‘আমার ৬৫ বছর বয়স সাবেক খেলোয়াড় হিসেবে ৪০ বছর পর আবার মাঠে নেমে সুনাম অর্জন করেছি। আমি খুশি আমি এই বয়সে এসেও খেলা ধরে রাখতে পেরেছি। আমি শুধু হাডুডু খেলোয়াড় হয় । আমি একের ফুটবল খেলোয়াড় ছিলাম।’
আরেক খোলোয়াড় আব্দুল জলিল মোল্লা বলেন, ‘আজকে এই পহেলা বৈশাখে হাডুডু খেলতে এসে আমার হাত ভেঙ্গে গেছে তারপরও খুব ভালো লাগছে। আমি ৫০ বছর পরে খেলতে আসছি। প্রতি বছর এমন আয়োজন করা উচিত।’
স্থানীয় যুবক সাব্বির হোসেন বলেন, ‘আমি এখানে হাডুডু খেলা দেখতে এসেছি। তারা খুব সুন্দর খেলেছে তাদের খেলা দেখে খুব আনন্দ পেয়েছি।’
প্রতিযোগিতার অন্যতম খেলোয়াড় মো. মোশারফ হোসেন বলেন, ‘আমাদের জাতীয় খেলা হাডুডু। খেলাটি আজ হারিয়ে যাওয়ার পথে। যুবকেরা বিভিন্ন জায়গায় গিয়ে খেলার সুযোগ পায়, সেই হিসেবে বয়স্করা তেমন সুযোগ পায় না। এ জন্য পহেলা বৈশাখে এই খেলার আয়োজন করা। আগামীতে আরও বড় আয়োজন করার পরিকল্পনা আছে।’
আফ্রিদি আহাম্মেদ/এমআই