কুষ্টিয়ায় অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২০:৪৪
-67fe70c4a66cb.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে (৪৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল আড়াইটার দিকে উপজেলার রিফিউজিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ওসি মোরাদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। জাহিদের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির সিঁড়ির নিচে লুকানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
আকরামুজজামান আরিফ/এআরএস