শুক্রবার থেকে বেশি বৃষ্টির আশঙ্কা, ধান কেটে ফেলার আহ্বান ডিসির

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২০:৫২
-67fe72a0353b6.jpg)
সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জে শুক্রবার (১৯ এপ্রিল) থেকে এক সপ্তাহ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এতে হাওরের নিচু এলাকা নিমজ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
তিনি বলেন, ৮০-৯০ শতাংশ পাকা ধান দ্রুত কেটে ফেলতে কৃষকদের বলা হয়েছে। প্রয়োজনে প্রশাসন ও কৃষি বিভাগ সহযোগিতা করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফসলঘরে না ওঠা পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা এবং কৃষি বিভাগের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। শ্রমিক সংকট হলে ছাত্র সংগঠনের স্বেচ্ছাসেবকদের দিয়ে ধান কাটা হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারী বৃষ্টিতে নদীর পানি বাড়তে পারে এবং হাওরে জলাবদ্ধতা দেখা দিতে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ জানান, ইতিমধ্যে হাওরে ১৫০টি কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটা শুরু হয়েছে। এবার ১৩ লাখ ৯৬ হাজার টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে, যার বাজারমূল্য প্রায় ৫ হাজার ২০০ কোটি টাকা।
মো. আব্দুল হালিম/এআরএস