-67fe7d769b377.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর সোনাগাজী উপজেলার চরগোপাল গাঁও গ্রামে যৌথবাহিনীর অভিযানে দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোহাগ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে সোনাগাজী মডেল থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ টিম অভিযান চালিয়ে সোহাগের বসতঘরের শয়ন কক্ষ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। সোহাগ ওই গ্রামের চেরু পন্ডিত বাড়ির কামাল উদ্দিনের ছেলে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এআরএস