পাবনায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২১:৫০
-67fe802dc7b90.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পাবনা শহরের শালগাড়িয়ায় ফেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় রাজিবুল ইসলাম রাজিব (২৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি আটঘরিয়া উপজেলার দেবত্তর ইউনিয়নের কয়রাবাড়ি গ্রামের বাসিন্দা।
রাজিবুলের পরিবারের অভিযোগ, হাত ভাঙার চিকিৎসায় কয়েক দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন। অপারেশনের পর অবস্থার অবনতি হলে তাঁকে পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পরই তিনি মারা যান।
পরিবারের দাবি, ফেয়ার হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় সরঞ্জাম ও দক্ষ চিকিৎসকের অভাব ছিল। সময়মতো সঠিক ব্যবস্থা নিলে মৃত্যুটাও ঠেকানো যেত।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের চেয়ারম্যান মিরাজুল ইসলাম ও পরিচালক মাজেদুল হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি।
রাজিবুলের জানাজা মঙ্গলবার বিকেলে নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। দাফন সম্পন্ন হয়েছে পারিবারিক কবরস্থানে।
স্থানীয়দের মতে, এর আগেও ফেয়ার হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছিল। স্থানীয় স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এআরএস