ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৮

সিরাজগঞ্জের তাড়াশে ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জয় কুমার ঘোষ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (১৪ এপ্রিল) রাতে পাবনা জেলার ফরিদপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।
জয় কুমার ঘোষ তাড়াশ পৌর সদরের গোবিন্দ মন্দির এলাকার বাসিন্দা শঙ্কর ঘোষের ছেলে।
জানা যায়, গত রবিবার রাতে চৈত্র সংক্রান্তি পূজায় তাড়াশ মহাশশ্মানে মন্ত্রপাঠে ইসলাম ধর্মীর অনুভূতিতে আঘাত দেন। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তাড়াশ উপজেলা এলাকা উত্তপ্ত হয়ে পড়ে।
পরবর্তীতে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট তাৎক্ষনিকভাবে পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করেন। কয়েক ঘণ্টার মধ্যেই জয় কুমার ঘোষকে পাবনার ফরিদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, ‘জয় কুমারকে জিজ্ঞসাবাদ শেষে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।’
ফিরোজ আল আমিন/এমজে