পটুয়াখালীতে বিএনপি কার্যালয়সহ পুড়ল ৫ দোকান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:০১

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ পাঁচটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত দুইটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত দুইটার দিকে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনে দুটি মুদি দোকান, একটি রেস্টুরেন্ট, একটি কীটনাশক ও ওই বিএনপি কার্যালয় পুড়ে ছাই হয়। পরে খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইলিয়াস হোসেন জানান, আগুন লাগার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।
জাকারিয়া জাহিদ/এমজে