Logo

সারাদেশ

মির্জাপুরে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৩

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১১:১২

মির্জাপুরে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের মির্জাপুরে আসামির বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় হওয়া মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে মামলার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ‘বাংলাদেশের খবরকে’ বিষয়টি নিশ্চিত করেন, ওসি মো. মোশারফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া গ্রামের আকবর আলীর ছেলে নাঈম, মৃত রক্ষার ছেলে সবুজ ও জইরার ছেলে বাবুল।

জানা যায়, জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে গত শুক্রবার ওই গ্রামের আকবর আলী নামের এক ব্যক্তি গিয়াস উদ্দিন নামের ব্যক্তির দ্বারা হামলার শিকার হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ৫ জনকে আসামি করে মামলা দায়েরের পর ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি করে। মানববন্ধন শেষে তারা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটায়।

পরে অগ্নিসংযোগের ঘটনায় গিয়াস উদ্দিনের ছেলের স্ত্রী জাকিয়া আক্তার মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১২ জনের নাম উল্লেখসহ ৭০-৮০জন অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলায় উল্লেখ করা হয় উক্ত ঘটনায় আনুমানিক ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে।

জাকিয়া আক্তার বলেন, ‘একটি মারামারির ঘটনায় আমার শ্বশুর-শাশুড়ি, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যে আমার স্বামী ও উকিল শ্বশুরকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু এরপরও আমাদের বাড়িতে উদ্দেশ্যমূলকভাবে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে। আগুনে দুটি ঘরের সবকিছু পুড়ে গেছে এবং আরও দুটি ঘরে ভাঙচুর করা হয়েছে। এখন পরিবার নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছি।’

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ওই এলাকার কিছু মানুষ উস্কানি দিয়ে এ ঘটনার সৃষ্টি করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার পর মঙ্গলবার রাতেই অভিযুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

রাব্বি ইসলাম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর