Logo

সারাদেশ

চাঁদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ ‘লিডার’ গ্রেপ্তার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:২০

চাঁদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ ‘লিডার’ গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর শহরের মুসলিম পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন চিহ্নিত ‘লিডার’কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে চাঁদপুর আর্মি ক্যাম্প ও সদর মডেল থানার যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৬ এপ্রিল) সকালে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- বিজয় (১৯), জিসান (১৮) ও অভি (১৮)। 

জাবিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে মুসলিম পাড়া এলাকা থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের এ তিন লিডারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি ছুরি, একটি কাঁচি, দুটি মোবাইল ফোন ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর এ কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর