Logo

সারাদেশ

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪৪

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ছবি : বাংলাদেশের খবর

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাকশী রেলওয়ে এমএস কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাকশী হঠাৎ পাড়ার ফজল মাতবরের ছেলে আয়নুল হক (৪০) ও এমএস কলোনির বাসিন্দা ফাতেমা খাতুন (৬৫)।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, আয়নুল তার অটোরিকশা চার্জ দিতে ফাতেমা খাতুনের গ্যারেজে যান। চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ লাইনের সঙ্গে জড়িয়ে পড়েন তারা দুজনেই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কামাল/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর