Logo

সারাদেশ

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৫:০২

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা বাসস্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় ইউনুস মালিথা (৭০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) সকালে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ইউনুস মালিথা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রামের বাসিন্দা। তিনি মরহুম ঈমান মালিথার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে আমতলা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী একটি ট্রাক ইউনুস মালিথার চালিত ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

আকরামুজজামান আরিফ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর